শেখঅাবুমুছা সাতক্ষীরা জেলাপ্রতিনিধি ;
প্রায় তিন মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শনিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ভারত ও বাংলাদেশের লকডাউনের কবলে পড়ে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়শনের সভাপতি আরাফাত হোসেন জানান, গত ২৪ মার্চ থেকে বৈশ্বিক মহামারি করোনার কারণে উভয় দেশের লকডাউন ঘোষনায় ভারত-বাংলাদেশে সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকালে ভোমরা শূন্যরেখা বরাবর ভোমরা সিএন্ডএফ এজেণ্ট এ্যাসোশিয়শন ও ভারতের ঘোজাডাঙা সিএন্ডএফ (কার্গো) এ্যাসোশিয়শনের কর্মকর্তারা এক জরুরী বৈঠক শেষে শনিবার বিকাল ৩টা থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরুর ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।
দু’ মাস ২৭ দিন পর আমদানি রপ্তানি শুরু হওয়ায় ভোমরা বন্দরে আবারও ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। কর্মহীন শ্রমিক কর্মচারী সহ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকায় অনেক রাজস্ব ঘাটতি হয়েছে। তবে শনিবার থেকে নতুন করে কার্যক্রম শুরু হওয়ায় ভোমরা বন্দরের প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।