শিরোনাম
ইসলামপুর ইউপি’র ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শ্রীমঙ্গলে নাচ-গানে উচ্ছ্বাস গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব বাহুবলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক রাজুর মৃত্যু;একজন আহত মৌলভীবাজারে মসজিদ উদ্বোধনকে কেন্দ্র করে আহলে হাদিস ও সুন্নি পন্তিদের মধ্যে দাওয়া–পাল্টা দাওয়া সিলেটে যৌথ অভিযানে মদ-গাঁজাসহ পাঁচজন আটক বীর মুক্তিযোদ্ধা পবনের ৫৪তম শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানিয়ে আলোচনায় ‘পাঠান আজহার’ সুনামগঞ্জ ২ নাছির,৪ নুরুল বিএনপি দলীয় মনোনয়ন ঘোষণা  জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন এর জীবনী বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের সন্তুষ্টি
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তালামীয কর্মী জিদান আহমদ মিরাশি’র প্রথম মৃত্যু বার্ষিকী আজ।

Coder Boss / ৫৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

Manual8 Ad Code

 

জকিগঞ্জ :

Manual3 Ad Code

গত 26.07.2019 শুক্রবার দিবাগত রাতে তালামীযে ইসলামীয়া মুন্সীবাজার আঞ্চলিক শাখা হারিয়েছে তার
রত্নতুল্য এই কর্মীকে।

Manual6 Ad Code

জীবনের নিয়তিই চলে যাওয়া। পৃথিবীর শুরু থেকে এই চলে যাওয়ার যাত্রা অব্যাহত আছে। তবে কিছু কিছু চলে যাওয়া দাগ কেটে যায় সবার অন্তরে। সৃষ্টি করে গভীর এক শূন্যতা যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। গত ২৬ জুলাই ২০১৯ শুক্রবার দিবাগত রাতে, এমনই একজনের চলে যাওয়া আমরা দেখলাম যে চলে যাওয়া ক্ষত সৃষ্টি করেছে শত হৃদয়ে। অশ্রু ঝরিয়েছে অগণিত চোখে। নীরব কান্নায় ভাসিয়েছে শিশু, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, আপন-পর সবাইকে।

হ্যাঁ, বলছিলাম তালামীযে ইসলামীয়া মুন্সীবাজার আঞ্চলিক শাখার সহ-প্রচার সম্পাদক আইওর গ্রামের মরহুম জিদান আহমদ মিরাশি -এর কথা। তিনি মানুষের কতটা প্রিয় ছিলেন সেটা জীবদ্দশায় তেমন টের না পেলেও চলে যাওয়ার পর পুরোপুরিই টের পাওয়া গেছে। এমন ভালো একজন টগবগে যুবক মানুষের বিদায় দেখে শত হৃদয়ে সুপ্ত তামান্না জেগেছে, আহ! আমার বিদায়টিও যদি এমন হতো!

Manual1 Ad Code

সবার প্রিয় জিদান আহমদ মিরাশি’র বিদায়ী দৃশ্যটি কেমন ছিল সেটা শোকাহত সেই জানাযার নামাজে যারা শরিক হয়েছিলেন তারা ভালো বলতে পারবেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর পর যে শোকের ছায়া পড়েছিলো তা অনেকেই সেই সময়ের দৃশ্য কিছুটা হলেও দেখেছেন। মুন্সীবাজার এলাকা সেদিন ভারী শোকে কাতর হয়ে পড়েছিল। ইতঃপূর্বে কখনও এ এলাকা এতোটা শোকাহত হয়েছে বলে মনে পড়ে না। এলাকার সকল জনতা সেদিন ছুটে এসেছিলেন তাদের প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে। তাঁর শূন্যতা পূরণ হওয়ার মতো নয় এমনটাই ছিল সবার বক্তব্যের সারসংক্ষেপ। রত্নতুল্য এই মানুষটিকে হারানোর আক্ষেপ ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কণ্ঠে।
সেই দিন সহজ স্বরল এই মানুষটির জন্য সভাই দোয়া করেছিলো আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত বাসি করেন।
আজও দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত বাসি করেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code