এম. এম আতিকুর রহমান ঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারের একটি গুদাম থেকে ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ১ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানাও আদায় করে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কামিনীগঞ্জ বাজার এলাকার ব্যবসায়ী মো. মহিউদ্দিন একটি ভবনের নিচতলার কক্ষ ভাড়া নিয়ে গুদাম হিসেবে ব্যবহার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। এ সময় গুদামের তালা ভেঙে ভেতরে ৬৬টি বস্তায় প্রায় আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। সেগুলো জব্দের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ পলিথিন ব্যবসায়ী মহিউদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয় । জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায়ও করা হয়েছে।
এ্যসিল্যান্ড জানান, ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হবে।
Leave a Reply