হাবিবুর রহমান, ওসমানীনগর প্রতিনিধিঃ
গতকাল ১৮/০৮/২০২০ মঙ্গলবার সময় সন্ধ্যা ৮ ঘটিকায় ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের উত্তর বড় ধিরারাইয়ে, সুমন মিয়ার বাড়ীতে বড় ধিরারাই ক্রিকেট ক্লাবের ৪র্থ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্টানের আয়োজন করা হয়।
ভাষ্যকার মো হাবিবুর রহমান হাবিব এর উপস্থাপনায় অনুষ্টানটি বি.ডি.এন. চ্যানেল লাইভ সম্প্রচার করে। এতে উপস্থিত ছিলেন ক্রিকেট ক্লাবের সিনিয়র সদস্য ঢাকার ক্লাব বসুন্ধরা কিংসের স্টাইকার ও বড় ধিরারাই ক্রিকেট ক্লাবের খেলোয়াড় রাসেল আহমদ,সদস্য মন্নান আহমদ, সুমন মিয়া,সমরাজ আহমেদ, মুহন আলী ও ক্লাবের খেলোয়াড় দিলোয়ার হোসেন, জুনেদ আলী,মনসুর আলী,সাইমুন হোসেন,সাইদুল হোসেন,আব্দুল মুকিদ,রাকিব আলী,শাকিল আহমদ,জুনেদ মিয়া২,জুবায়ের আহমদ,কাউচার আহমদ,সুরমান আলী,সালাম আহমদ,রিজমান আহমদ,জামিল আহমদ সহ স্হানীয় লোকজন।
এতে বক্তব্য রাখেন রাসেল আহমদ।পরে কেক কেটে বর্ষ পূর্তি উদযাপন করে।