রিপন মিয়া মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি।
আজ ২৯ আগষ্ট সকাল ১০, ঘটিকায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এর প্রশিক্ষন কর্মশালা হোসেনগন্জ বাজার কাটারাই স্হায়ী অফিসে অনুষ্টিত হয়. খলিলপুর পশ্চিম শাখার সভাপতি হাফিজ মাছুম আহমদ এর সভাপতিত্বে ও সাবেক দায়িত্বশীল রাশেদ আহমদ এর পরিচালনায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্তিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাধারন সম্পাদক মাওলানা এম এ আলিম. এছাড়া ও প্রশিক্ষক হিসেবে উপস্তিত ছিলেন জেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা এম ফয়জুর রহমান এবং মাওলানা শফিকুল আলম সুহেল. অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন খলিলপুর তালামীযের সাবেক সভাপতি ফয়জুর রহমান.হাফিজ জাহাংগীর. মুস্তাফিজুর রহমান আমিন. হাফিজ জমির হোসেন. মামুন আহমেদ. মুস্তাক আহমদ এবং নোমান আহমেদ সহ খলিলপুর পশ্চিম শাখার আওতাধীন সাটিয়া (৯নং ওয়ার্ড) ( ৮নং গোরারাই ওয়ার্ড) (৬ নং লামুয়া ওয়ার্ড ) এবং ৭ নং খলিলপুর ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ.
পরিশেষে মহররম মাস উপলক্ষে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply