এটিএম নাসির জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেট জেলারভ জকিগঞ্জ উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স যা মানুষের চিকিৎসার শেষ ভরসা কিন্তু এই উপজেলার কমপ্লেক্সটির বর্তমানে বেহাল দশা যেন দেখার কেউ নেই এতে সাধারন মানুষ অনেক কষ্ট সইতে হচ্ছে ৷দীর্ঘদিন থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্সের কোন পরিবর্তন হয়নি
জানা যায়,প্রায় দুইবছর আগে একটি নতুন ভবনের কাজ সমপন্ন হলে এখনও চালু হয়নি এবং জানা যায় নিম্বমানের কাজের কারনে নতুন ভবন চালুর আগে বিল্ডিং এ ফাটল দিয়েছে
জকিগঞ্জের সর্বসাধারন বলেন,সিলেট জেলা অনেক দূরবর্তি একটি উপজেলা জকিগঞ্জ তাই এটি আমাদের শেষ ভরসা কিন্তু সেই হাসপাতালের অবস্থা খুব খারাপ ,নেই ভাল চিকিৎসা ব্যবস্থা এতে আমাদের অনেক কষ্ট সইতে হচ্ছে এবং আরোও বলেন অস্বাস্থ্যকর পরিবেশ স্বাস্থ্যসেবা ,স্বাস্থ্যসেবা গ্রহীতাদের রুম কিংবা বাতরুমের অস্বাস্থ্যকর পরিবেশ এবং সাথে আছে ডাক্তার নার্সদের অবহেলা রুগীদের প্রতি৷
এ সব সমস্যার কি কোন প্রতিকার হবে কোন দিন? আমাদের প্রানের দাবি যেন নতুন ভবন চালু করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করুন ,আমাদের জীবন রক্ষা করুন৷
Leave a Reply