শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যারিস্টার সুমন একাডেমী বনাম সমবেত যুব সংঘের মধ্যে কার প্রীতি ফুটবল ম্যাচ খেলায় গোলশূন্য ড্র।

Coder Boss / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

আলমগীর হোসেনঃশুত্রুবার বার বেলা ৪ ঘটিকার সময় বর্তমান সময়ের আলোচিত দল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর সাথে সিলেটের একমাত্র প্রতিনিধি দল হিসেবে জায়ান্ট শিবগঞ্জ হাতিমবাগের সমবেত যুব সংঘ হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলশূন্য ড্র করেছে| শুত্রুবার বার বিকেল ৪ টায় ম্যাচ শুরু হলে প্রথমার্ধেই আক্রমনে যায় সমবেত যুব সংঘ। একের পর এক আক্রমন করে ব্যারিস্টার সুমন একাডেমীর বিপক্ষে। কিন্ত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর রক্ষণভাগ ও গোলকিপারের দক্ষতায় সমবেত যুব সংঘ গোলের দেখা পায়নি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী প্রথমার্ধের শেষসময় ও দ্বিতীয়ার্ধের প্রথমদিকে একেরপর এক আক্রমণ করলেও সমবেত যুব সংঘের রক্ষণভাগ ও গোলরক্ষকের দক্ষতায় সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধের শেষ অংশে সমবেত যুব সংঘ অনেকগুলো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। পূর্ণ সময় শেষে ম্যাচটি অমিমাংসীতই থাকে। সমবেত যুব সংঘের হয়ে অধিনায়ক দেলোয়ার হোসেন মুহিন এর নেতৃতে হেলাল, বিপ্লব, মাজেদ, আবিদ, আংগুর, তাহ, মাইকেল, নূর, মানিক, জায়েদ, রাসেল, জিল্লুর, মাজেদ (২) খেলেন। কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও কাউন্সিলর আব্দুর রকিব তুহিন উভয় দলকে অভিনন্দন জানিয়েছেন। খেলা শেষে ব্যারিস্টার সুমন বলেন এই খেলা খেলার উদ্দেশ্য হার-জিত নয়, সিলেটের ভাইদের সাথে সম্পর্ক তৈরির মাধ্যম। সমবেত যুব সংঘের জন্য শুভকামনা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন