৪নং খাদিমপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেজরটিলা থেকে আলুতল পযর্ন্ত প্রধান সড়কের দীর্ঘদিন থেকে সড়কের কাজ শুরু হওয়ার পর বন্ধ থাকায় বেহাল অবস্থার জন্য উত্তর জাহানপুরের ঐতিহ্যবাহী বর্ণালী যুব সংঘের প্রধান কার্যালয়ে উদয়ন যুব সংঘ, রেনেসাঁ যুব সংঘ ও আলুতল সূর্য সংঘ সাথে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন চার ক্লাবের প্রতিনিধি ও কমিটি।
১নং ওয়ার্ড উন্নয়ন কমিটির সদস্য আব্দুস সালাম, সুয়েব আহমদ, সুলেমান আহমদ,
রেনেসাঁ যুব সংঘের সভাপতি সিহাব আহমদ, উদয়ন যুব সংঘের সভাপতি মঈন উদ্দিন মুহিন,সাধারণ সম্পাদক জাকির আহমদ, বর্ণালী যুব সংঘের সভাপতি সাইফ সিপন, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রুহেল,সহ সভাপতি সুয়েজ আহমদ, সহ সাধারণ সম্পাদক মিছব্বা আজিজ, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ সিমন, সহ সাংগঠনিক সম্পাদক রামিন রাফা,ক্রীড়া সম্পাদক হাবিব তোফায়েল, সহ ক্রীড়া সম্পাদক সিব্বাস মুন্ডা,কোষাধ্যক্ষ গুলাম কিবরিয়া,সহ কোষাধ্যক্ষ সুবেন মুন্ডা, সূর্য সংঘের আহবায়ক সদস্য সুহেল আহমদ,জামাল উদ্দিন, আনুয়ার হোসেন,সাজু আহমদ,বাবলু আহমদ, আব্দুর রহমান, প্রমুখ।