রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ
সিলেটের ওসমানী নগর উপজেলার ৭ নং দয়ামীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের পছন্দের চেয়ারম্যান পদপ্রার্থী দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী হিরন মিয়া।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রার্থিতার কথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দেওয়ামাত্র তৃণমূল থেকে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন দিতে জোর দাবি জানানো হচ্ছে।জানা যায় দীর্ঘ ১৪ বছর ধরে দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া পারিবারিক সূত্রে তার পরিবারের অন্যান্য সদস্যরা ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বিগত দিনে দয়ামীর ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড এর সম্মানিত সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সদস্য কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন সময়ে জনপ্রিয়তার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করেছেন।
তিনি নিজে কখনো প্রার্থিতা করেননি। দলীয় কর্মকাণ্ডে বিপক্ষে কখনো তিনি নিজেকে আত্মনিয়োগ করেন নি। সব সময় দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে আসছেন। এছাড়া এলাকা আর্থসামাজিক উন্নয়নে তিনি ব্যক্তিগতভাবে ও তার পরিবারের পক্ষ থেকে দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আসতে চান তিনি।
এ ব্যাপারে তিনি জানান,তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে এখন থেকে জানান দিচ্ছেন। তিনি আশা করেন দল তাকে সঠিক মূল্যায়ন করবে।