রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন –
আওয়ামী লীগ সরকার জন বান্ধব,দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা সরকারের অন্যতম দায়িত্ব।
দেশের ধর্মীয় প্রতিষ্টানের উন্নয়নে শেখ হাসিনার সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
সোমবার সকালে বিশ্বনাথ উপজেলার পৌর সভায় ৪০ টি মসজিদে নগদ ৫০০০/ টাকা করে দেওয়া অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী।
এ সময় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের এান সমাজ কল্যান সম্পাদক আবদুল মতিন,শাহীদুল ইসলাম শাহিদ,মহব্বত আলী জাহান,যুবলীগের আহবায়ক আলতাব হোসেন,মকদ্দুস আলী,আশিক আলী,ফয়জুল ইসলাম জয়।
যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনুর পক্ষ থেকে ৪০ টি মসজিদে অনুদান প্রদান করা হয়েছে।
Leave a Reply