ধর্মপাশা প্রতিনিধি:
শেখ হাসিনার উপহার আশ্রয়ানের অধিকার এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শেখেরগাও গ্রামে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো.মুনতাসির হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.আবু তালেব,উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস,জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার,উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় এ উপজেলায় ১২০টি গৃহ নির্মাণ করার জন্য বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে জয়শ্রী ইউনিয়নেই ৫০টি গৃহ নির্মাণ করা হবে।