জাকির হোসেন-
পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলার আকলম বউ বাজারে সরকারি আইন অমান্য করে চালিয়ে যাচ্ছে বাল্যবিবাহ । যেখানে সরকারী নিষেধাজ্ঞা থাকা সত্বেও মানছে না বাল্যবিবাহ অনেকেই স্কুলপড়ুয়া থেকে শুরু হয়। বয়স ১৮ নিচে চালিয়ে যাচ্ছে বাল্যবিবাহ ।যেখানে সরকার বলেছে মেয়েদের ১৮ না হলে বিবাহ দেওয়া যাবে না কে শোনে কার কথা।
এদিকে আকলম বউবাজারে , ছেলে মোহাম্মদ রাজু মিয়া( ১৮)। পিতাঃ মোঃ তরিকুল ইসলাম। মেয়ে রোজিনা আক্তার (১৪) মাহমুদকাঠী ইছা মুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
পিতাঃ মোঃ রফিকুল ইসলাম ( বাবুল)। রোজিনা ও রাজুকে, গতদুই মাস আগে এই বাল্যবিবাহ জামান কাজীর নেতৃত্বে দেওয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় অভিযোগ উঠেছে। গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তাদেরকে হুমকি-ধামকি দিয়ে বলে এভাবে বিবাহ চলবে পারলে আপনাদের ক্ষমতা থাকলে কিছু পারলে করুন।এবং এলাকাতে লোক জড়ো করে গণমাধ্যমের কর্মীদের সাথে খারাপ আচরণ করেন। এবং বাল্যবিবাহ হবে এবং হইবে পারলে ঠেকান বলেন জামান কাজী বলেন। এমন বাল্যবিবাহ এলাকা অনেক হইছে তখন তো কেউ কিছু বলে নাই আপনারা কেন আসছেন।
Leave a Reply