শিরোনাম
কিশোরগঞ্জে তাড়াইলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়রাম্যানের জন্ম বার্ষিকী উদযাপন ধর্মপাশায় চক্ষু চিকিৎসা ঘাটাইলে কুলিয়া নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন দোয়ারাবাজারে ওয়ালটনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাউকে বাদ দিয়ে নয়! মাহে রমজানের প্রথম ১০ দিন রহমতের জাফরুল্লাহ মহোদয় এর সাথে সাক্ষাতকার কবি মুকলেছ উদ্দিনের রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর নেতাকর্মীগন রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ বাউবি ছাতক উপ আঞ্চলিক কেন্দ্রের শিক্ষার্থীদের উদ্যোগে বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বরকতের ঋতু শীতকাল শাহ মুনিবুর রহমান

Coder Boss / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

মারফ তালুকদার বালাগঞ্জ প্রতিনিধিঃ

মহান আল্লাহ তায়ালার বৈচিত্রময় সৃষ্টি এক অনুপম নিদর্শন হলো ঋতু।আর বৈচিত্রময় এই ষড় ঋতুর অপার সুন্দর্যে ভরপুর নয়নাভিরাম ও বরকতময় একটি ঋতু হলো শীত। ঋতু চক্রের আবর্তে খেজুর রস,পিঠালি গুড়,ক্রোড়ভর্তি খই,খড় পাতার আগুন পোহানো, রুদে ফেলা ধান হতে মুরগ,পাখি তাড়ানো কুয়াশার চাঁদরে ঢাকা ভোর ও সন্ধ্যা আমাদের মাঝে হাজির হয় এই অপূর্ব শীতকাল।
শীতের সকালে আবির্ভাব হয় কুয়াশাচ্ছন্ন এক মনোহর রুপ।সুবহে সাদিকের পর মুয়াজ্জিনের আযান মিনার থেকে মিনারে ভেসে বেড়ায়।বিশ্বময় ছড়িয়ে পড়ে মহান খোদার মহত্বের সুর।মুসলমানরা তীব্র শীতকে উপেক্ষা করে ছুটে যান মসজিদে।কুয়াশার বুক ভেদ করে আলোক রশ্মি।ঘাসের উপর বসে শিশিরের মেলা।কুয়াশাভেজা সবুজ ঘাসের ডগায় সূর্যের সোনালি কিরণ চিকচিক করে।
হাড় কাঁপনো হিমবায় আর ভারী কোয়াশার মধ্যে দিয়ে কোরআন বুকে জড়িয়ে নিয়ে ছোট ছোট শিশুরা ছুটে চলে মক্তবে।প্রকৃতিকে উষ্ণতায় ভরিয়ে দিতে ফুটে অসংখ্য জাতের ফুল যা প্রকৃতিকে এনে দেয় নতুন এক প্রাণের স্পন্দন। শীতে দুপুরের রোদ হয় খুব প্রখর। এই প্রখর রোদে মাঠে যারা ধান কাটেন বা রাস্তায় পাশে বসে থাকা রাখাল ছেলেটি কিংবা মায়ের কথায় ধান পাহারায় মাঠের কোনে বসে থাকা ঐ ছেলেটি কিছু বিরক্তিবোদ করলেও গোসলের পর এই প্রখর রোদটাই সাবার প্রিয় হয়ে উটে—-
ঘড়ির দিকে না তাকালে শীতকালের সময় বুঝাই যায় না বেলা কতটুকু হলো—অজান্তে বেলা পার হয়ে বিকেল চলে আসে—-প্রখর রোদ ধীরে ধীরে মিষ্টি হতে থাকে।মাঠে মাঠে শুরু হতে থাকে শিশুদের সমাগম।বিভিন্ন মাঠে চলে ভিন্ন ভিন্ন খেলা। মাঝে মাঝে বুড়োগণ মাঠের কোনে খড় জ্বালিয়ে আগুনের উষ্ণতা নেন আর বিভিন্ন ধরনের গল্পে মেতে উঠেন।ধীরে ধীরে আবার কুয়াশা তার চাদর দিয়ে ঢেকে নেয় পুরো এলাকা। গোধূলিলগ্নে রাখাল গরু নিয়ে বাড়ি ফিরে।গরুর পিছনে ছোট ছোট শিশুরা দল বেঁধে দৌড়াদৌড়ি করে।
শীতের সন্ধ্যাটি হয় বড় মধুর।শীতকাল ব্যস্ততায় ঘেরা মানুষের জীবন নিয়ে আসে একটু খানি অবসরের বার্তা। বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে শীতকালীন ছুটি। তাই পরিবারের সবাই মিলে মিশে আনন্দে মেতে উঠার ঘটে মোক্ষম সুযোগ। আর তখন যদি খেজুরের রসের সাথে গরম পিটা বা রং চায়ের সাথে থালাভর্তি খই থাকে তাহলে জমে উঠে বেশ।শীতকাল শুধু একটা শীতের ঋতু নয় বরং উপভোগের সময়। শীতকাল মুমিনের জন্য দুনিয়াবি দিক থেকে যেমন উপভোগ্য তেমন দ্বীনি দিক থেকেও উপভোগ্য। আর তাইতো রাসুল (স.) বলেছেন -শীতকাল মুমিনের জন্য বসন্ত স্বরূপ।( মুসনাদে আহমদ -১১৫৬৫)।শীতকাল খোদাপ্রেমিকদের জন্য তাদের মাশুকের সাথে প্রেম বিনিময় করার এক উৎকৃষ্ট মৌসুম। শীতকাল রাত দীর্ঘ হওয়ায় মুমিনরা রাত্রীকালীন ইবাদত করতে পারেন। আর দিন ছোট হওয়াতে সহজে রোজাও রাখতে পারেন।যেমন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ) বলেন-শীত ইবাদতকারীদের জন্য গনিমত স্বরূপ। আবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) বর্ণনা করেন – শীতকালীন গনিমত হলো রোজা
হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ (রাঃ) বলেন হে শীত তোমাকে স্বাগতম। শীতকালে বরকত নাজিল হয়।শীতকালে রাত দীর্ঘ হয় তাই ইবাদত করার সুযোগ মিলে এছাড়াও শীতকালে প্রচন্ড ঠান্ডা আমাদেরকে জাহান্নামের শীতের কথা মনে করিয়ে দেয়। ফলে বান্দারা আল্লাহর কাছে পানাহ চাশ আর আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নামের কষ্টদায়ক শীতের শান্তি থেকে মুক্তি দান করেন।যেমন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন – যদি কোনো বান্দা তীব্র ঠান্ডার সময় বলে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই।আজকের দিনটি কতোই না শীতল। হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। তখন আল্লাহ তায়ালা বলেন এক বান্দা আমার নিকট আমার আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছে। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি তোমাকে মুক্তি দিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন