Categories
অপরাধ

লাইন রক্ষণাবেক্ষণে দেয়া হয়নি সিগনাল-নোটিশ, যে কারণে দূর্ঘটনা

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ

আখাউড়া-সিলেট রেল লাইনের হবিগঞ্জের মাধবপুরের শাহজীবাজারে ট্রেন দূর্ঘটনাটি মূলত স্টেশন মাস্টারের ভুলের কারণেই ঘটেছে বলে দাবি করেছেন ট্রেনের চালকরা।

তারা বলছেন, শাহজীবাজার স্টেশনের কাছে লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। অথচ তাদেরকে পূর্বে কোন নোটিশ দেয়া হয়নি। এমনকি ট্রেন আসার সময় স্টেশন মাস্টার স্টেশনে না থাকায় কোন ধরণের সিগনাল দেয়া হয়নি। যে কারণে দূর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনা কবলিত ট্রেনের সহকারি চালক হামিদুর আহমেদ বলেন, লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। কিন্তু আমাদেরকে কোন নোটিশ বা সিগনাল দেয়া হয়নি। ফলে ট্রেনটি ১নং লাইন দিয়ে যাওয়ার কথা থাকলে ইঞ্জিন অটোমেটিক ২নং লাইনে চলে যায়। এছাড়া বগি চলে যায় ১নং লাইনে। যে কারণে এই দূর্ঘটনাটি ঘটে।

এদিকে, ঘটনার পর থেকে শাহজীবাজার স্টেশন মাস্টার মোফাজ্জল হোসেনকে পাওয়া যাচ্ছে না।

শায়েস্তাগঞ্জ স্টেশনের উপ সহকারি প্রকৌশলী সাইফুর আলম বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন আসছে। তবে কবে নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে তা জানা যায়নি। এর আগে রোববার দুপুর বারোটা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *