দেবহাটা উপজেলা প্রতিনিধিঃ
হাজার নেতাকর্মীকে কাঁদিয়ে চলে গেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা মুনসুর আহমেদ ।সোমবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি……. রাজিউন
এর আগে গত ১২ জানুয়ারি করোনায় আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা থেকে হেলিকপ্টারযোগে ধরে নেয়া হয়। শরীরের অবস্থা অবনতি হওয়ায় তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। পরবর্তীতে তিনি লাইফ সাপোর্টে থাকাকালীন ইন্তেকাল করেন। উক্ত মরহুমের ১ম নামাজে জানাজা সাতক্ষীরার শহীদ রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে আজ দুপুর দুই টায়। এবং বাদ আছর তার নিজস্ব বাসভবন দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া ফুটবল মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হবে। এবং পরে তাকে নিজস্ব বাসভবনের কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। বীর মুক্তিযোদ্ধা মনসুর আহম্মেদের মৃত্যুতে শোক জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।আরো শোক জানিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
বার্তা প্রেরক,(জিএম তারেক মনোয়ার)
Leave a Reply