বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশার গলইখালী অজিৎ স্মৃতি পাঠাগারের কার্যকরী কমিটি গঠন

Coder Boss / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

 

 

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধি সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের গলইখালী অজিৎ স্মৃতি পাঠাগারের ৩৩সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে৷ গতকাল শুক্রবার রাত আটটার দিকে পাঠাগারের কক্ষে ওই পাঠাগারের সাবেক সভাপতি অবিশ্বাস সরকারের সভাপতিত্বে এবং পাঠাগারের প্রতিষ্ঠাতা অসীম সরকারের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক অধীর সরকারকে সভাপতি ও অসীম সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়৷ এ ছাড়া পরেশ চন্দ্র দাশ ও অঞ্জনা রানি সরকারকে সহ সভাপতি, সুবীর চকদার ও অনিতা রানি সরকারকে সহ সাধারণ সম্পাদক, সুব্রত সরকারকে সাংগঠনিক সম্পাদক, চৈতালি তালুকদারকে সহ সাংগঠনিক, সজল সরকারকে অর্থ সম্পাদক ও চন্দন সরকারকে সহ অর্থ সম্পাদক ; পিপুল সরকার বাপ্পীকে প্রচার ও প্রকাশনা, অমিয় ভূষণ সরকারকে সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ; রুপালি রানি সরকারকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, তৃষা রানি সরকারকে সহ সাহিত্য সংস্কৃতি সম্পাদক ; দ্বীপ্ত সরকার বাপ্পীকে দপ্তর সম্পাদক, রুবেল সরকারকে সহ দপ্তর সম্পাদক ; বিমান তালুকদার, বিদ্যুৎ কুমার বিশ্বাস বাবলু, সুমন পাল, নির্মল চাকলাদার, রাজিব সরকার রতন,মানিক চাকলাদার, নিকেশ সরকার নির্মল,সুকান্ত তালুকদার, সাগর চাকলাদার, নীহার চাকলাদার, মৃনাল সরকার, মিতালি চাকলাদার, সুব্রত তালুকদার, সাগর সরকার,অমিত সরকার পল্লব প্রমুখকে কার্যকরী সদস্য মনোনিত করা হয়েছে৷ উল্লেখ্য ২০১৫ সাল থেকে মাদকমুক্ত সমাজ ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে কাজ করছে অজিৎ স্মৃতি পাঠাগার৷ সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ত্রৈমাসিক গাঙুড় নামে একটি ম্যাগাজিন প্রকাশ করে আসছে এই পাঠাগারটি৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন