রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন মৌলভীবাজার ছাত্র কমিউনিটি এর উদ্যোগ অসহায় ছিন্নমূল মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
০৫ মে বিকাল ৪ ঘটিকার সময় মৌলভীবাজার শহরের কুসুমবাগ চত্বরে – রিকশা চালক ও অসহায় মানুষের মাঝে ১০০ পেকেট ইফতার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আশরাফ চৌধুরী সাব্বির, সাধারণ সম্পাদক আবুল মাসুম রনি,
সমাজ কর্মি নাঈম তালুকদার
সহ-সভাপতি মুনাঈদ আহমেদ মুন্না, যুগ্ন-সম্পাদক মনসুর আলম দিপু, অর্থ-সম্পাদক সালমান খান রাহিম,
প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার খান শাকিব, মুনাইম মুন্না সহ প্রমুখ।
ইফতার বিতরন শেষে সংগটনের সভাপতি বলেন- আমাদের আজকের ইফতার কার্যকমে যারা সার্বিক ভাবে সহযোগিতা করেছেন তাদের আন্তরিক অভিনন্দন যানাচ্চি,
বিশেষ ভাবে ধন্যবাদ জানাই সংগটনের সকল নেতুবৃন্দকে যারা উপস্থিত থেকে প্রোগ্রামকে সফল ও সার্থক করে তুলেছেন।