তাহিরপুর প্রতিনিধিঃ
তাহিরপুরে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষে বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন সুনামগঞ্জ -১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি। তিনি আরোও বলেন, তাহিরপুরে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ আওয়ামীলীগের বিকল্প নেই। আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে এক হয়ে নৌকাকে বিজয়ী করার লক্ষে মন প্রাণ দিয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার(২০জানুয়ারি) বিকালে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সোবান আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, নৌকা প্রতিকে মনোনীত প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বড়দল উত্তর ইউনিয়নে জামাল উদ্দিন, বড়দল দক্ষিণ ইউনিয়নে সাইফুল ইসলাম, শ্রীপুর উত্তর ইউনিয়নে আবুল খায়ের, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বিশ্বজিৎ সরকার, বাদাঘাট ইউনিয়নে সুজাত মিয়া, তাহিরপুর সদর ইউনিয়নে মোতাহার হোসেন আখঞ্জি শামীম, বালিজুরী ইউনিয়নে আতাউর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে বক্তব্য রাখেন বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক তোষা মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজলুর রশিদ, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুল কালাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক আব্দুস শহীদ, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।