গোয়াইনঘাট প্রতিনিধি-
গোয়াইনঘাটে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারী সোমবার রাত ৭টার দিকে দীর্ঘ ৬০ ঘন্টা লাইফ সাপোর্টে থাকাধীনবস্থায় সিওমেক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের নাম রিয়াজুল ইসলাম রাজু (২৫)। সে উপজেলার ১নং রস্তমপুর ইউনিয়নের বেড়িবিল গ্রামের ডাঃ ময়নুল ইসলামের পুত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে ১৯ ফেব্রুয়ারী শনিবার রিয়াজুল তার এক আত্মীয়ের বাড়ি জৈন্তাপুর উপজেলা সদরে যায়। সেখান থেকে রাত ৮ টার দিকে জৈন্তাপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দ্যেশে রওনা দেয়।
সারি-গোয়াইনঘাট সড়কের বার্কিপুর নামক স্থানে পৌছা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় রিয়াজুল গুরুতর আহতবস্থায় রাস্তায় পড়ে থাকে।
এক পর্যায় একটি সিএনজি চালক রিয়াজুলকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিওমেক হাসপাতালে প্রেরণ করেন।
স্বজনরা খবর পেয়ে রিয়াজুলকে রিসিভ করে সিলেট ইবনেসিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াজুলকে লাইফ সাপোর্টে দেন।
সেখানে দীর্ঘ ২০ ঘন্টা থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে আবার সিওমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াজুলকে লাইফ সাপোর্টে দেন। লাইফ সাপোর্টে থাকাবস্থায় ২১শে ফেব্রুয়ারি রাত ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরির্পোট লেখা পর্যন্ত লাশ বাড়িতে নেওয়ার পথে রয়েছে।