বরিশাল প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ইউপি সদস্যের উপর ৩০/৩৫ জন দলবদ্ধ ভাবে হামলা ও তার ব্যক্তিগত দোকান লুটপাটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ জানা যায় এপ্রিল শনিবার রাত সারে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজলাহার বাজারে ইউপি সদস্য ইউনুচ সরদার সান্টু নিজ দোকানে স্থানীয় সোহেলের সাথে সমিতির টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে নিয়ে আলোচনা চলছিল। আলোচনার মাঝে তর্কাতর্কির সৃষ্টি হয়। কিছু বুঝে উঠার আগেই তর্কাতর্কির এক পর্যায়ে ইউপি সদস্য মো. ইউনুস সরদার সান্টুর উপর হাসান ও সোহেল হামলা চালায়। সোহেলের সাথে থাকা ২৫/৩০ জন অজ্ঞতারা ও অতর্কিত হামলা চালায়। এসময়ে তাকে উদ্ধারে এগিয়ে এলে মহিলা আওয়ামী লীগের নেত্রী কাকলি বেগম, মা আনোয়ারা বেগম সহ আরো অনেকে আহত হন। গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্য সান্টুু কে স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ইউপি সদস্যের স্ত্রী কানিজ ফাতেমা স্বর্না বাদী হয়ে ব্রাহ্মনকাঠি গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে সোহেল সরদার (২৫), ফারুক ঘরামীর ছেলে রাকিব ঘরামী, সাকিব ঘরামী (২২), শাজাহান ঢালির ছেলে সজিব ঢালি(২১) কবির মোল্লার ছেলে জান্নাত মোল্লা(২৩) মজিবরের ছেলে হাসান (২৫) সহ আরো অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। জানা গেছে ৯ এপ্রিল শনিবার রাত সারে আটটার দিকে কাজলাহার বাজারে ইউপি সদস্যের নিজ দোকানে থাকা অবস্থায় সমিতির টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে সোহেলের নেতৃত্বে স্থানীয় ক্ষমতাশীনদের উসকানী ও গোপন চক্রান্তে বিবাদিগণ ইউপি সদস্য সান্টু সরদার কে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মারাত্মক ভাবে আহত করে। এসময়ে ভিকটিম কাকলি বেগম ও মা আনোয়ার বেগম এগিয়ে আসলে তাদের কেও মারধর ও শ্লীলতাহানি করে এবং দোকানের ক্যাশ বাক্স থেকে ৩ লক্ষ ৮৭ হাজার টাকা লুট করে নেয় এবং যাওয়ার সময় খুন জখমের হুমকি দিয়ে ঘটনা স্থান থেকে চলে যায়। এবারের নির্বাচনে সান্টু ইউপি সদস্য নির্বাচিত হয়ে জনসাধারনের পাশে থেকে আন্তরিকভাবে সহায়তা করা ও অন্যায়ের প্রতিবাদ করায় স্থানীয় ক্ষমতাশীনতা ভীত সন্ত্রস্ত হয়ে এই কুটকৌশল অবলম্বন করে সান্টুকে মারধর করায়।
অভিযোগের ব্যাপারে অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।