Categories
সারা বাংলাদেশ

ঈদে বিছনাকান্দি পর্যটনে দেখা মিলছে না পর্যটকে

ইসমাইল হোসেন শিমুল গোয়াইনঘাট:

সিলেটের অন্যতম প্রাকৃতিক লীলাভূমি বিছনাকান্দি। সারি সারি পাথর আর মেঘালয় পাহাড়ে ঝর্না জলরাশি মানুষের হৃদয় ছুয়ে যাওয়া প্রকৃতির অপার সৌন্দর্য হচ্ছে বিছনাকান্দি পর্যটন কেন্দ্র। অন্যান্য ঈদের তুলনায় এই বারের ঈদে আশানুরূপ পর্যটক দেখা মিলেনি। সিলেটের করোনার দখল কাটিয়ে উঠতে পারার সাথে বন্যায় জনজীবন অতিষ্ঠ ও নেই কর্মসংস্হান। পর্যটন ব্যবসায়ীরা আশায় ছিলেন ঈদে হয়তোবা কিছুটা লোকসান কাটিয়ে উঠতে পারবেন, সেই আশায় গুড়ে বালি। সারা সিলেটের জাফলং, রাতারগুল, ভোলাগঞ্জ, লাক্কাতুরা চা বাগান সহ বিছনাকান্দি পর্যটনগুলোতে তেমন পর্যটক দেখা মিলেনি। সারা সিলেটই হোটেল-মোটেল ও রেস্তোরাঁগুলো ছিল স্বাভাবিক ঈদের আমেজ দেখা যায় নি কোথায়। এতে করে বিছনাকান্দি সহ সিলেটের সকল পর্যটনের ব্যবসায়ী, নৌকার মাঝি, ফটোগ্রাফার ইত্যাদি পর্যটনে কাজ করা লোকদের বেহাল অবস্থা। তাছাড়া অনেকে মনে করছেন আমাদের বন্যা সমস্যার কারণে সিলেটের পর্যটনে ধস এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *