ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেট জেলার ওসমানীনগর একটি অন্যতম উপজেলা আজ ২ রা নভেম্ভর সকাল থেকে উপজেলার ভোট কেন্দ্র গুলোতে চলছে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন। উপজেলার ৭নং দয়ামীর ইউ/পির ২নং ওয়ার্ডের কাইয়াখাইড় মাদ্রাসার কেন্দ্র ৫টি রুমে ৯টি বুথে চলছে ভোট। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ২৪০০ ভোট, কেন্দ্র পরিদর্শন করে দেখা গেল ৯ টি বুথে মোট ৩০৯(৪৭,৩৩,২৮,৫০,৮৩,৮,২৭,৯,২৪) টি ভোট কাষ্ট হয়েছে।
লাইনে ভোটারদের কোন ভীর নেই। শান্তি শৃংখলার দায়িত্বে আইন শৃঙ্খলা বাহীনি পুলিশ আনসার তৎপর রয়েছে, এখনও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নী। কিন্তু পুলিং অফিসার অভিযোগ করেছেন নানান প্রার্থীর মানুষ মোবাইল নিয়ে গোপন কক্ষের ছবি তুলছেন। এতে নির্বাচনী অচরণ বিধি লঙ্গন হচ্চে।
চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী রয়েছেন নৌকা মার্কায় শামীম আহমদ ভিপি,ঘোড়া মার্কায় কামরুল ইসলাম,দেয়াল ঘড়ি মার্কায় সৈয়দুর রহমান রয়েছেন।
সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।