ওসমানীনগরপ্রতিনিধিঃ
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ৭নং দয়ামীর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দারুল উলুম পারকুল ওসমানীনগরের সামনে থেকে দুটি বৈদুতিক ট্রান্সমিটার চুরি হয়েছে গতরাতে।
গত কয়ের মাস যাবৎ সিলেট সহ সারা বাংলাদেশের প্রায় সকল জায়গায় বিদ্যুতের সমস্যা হচ্ছে তার ন্যায় গতরাত সন্ধাথেকে পারকুল এলাকায় বিদ্যুত ছিল না, এলাকাবাসী সবাই মনে করেছিলেন যে বিদ্যুত চলে যায় এটা নিয়মিত ঘটনা সারা রাত বিদ্যুত না থাকায় সবাই উদ্বিগ্ন হয়ে পরেন, সকালে স্থানীয় লোকজন দেখতে পান মাদ্রাসার সামনে ট্রান্সমিটারের কাভার সহ নানা সরঞ্জাম বৈদুতিক খুটির পাশে দান খেতে পরে রয়েছে পরে পাশা পাশি আরেকটি জায়গায় আরেক মিটার চুরি হয়েছে বলে জানাযায়।
পলি বিদ্যুত অফিসে যোগাযোগ করা হলে তারা সবাকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং দ্রুত চুরি হওয়া ট্রান্সমিটার দুটি লাগিয়ে দেওয়ার কথা জানান।