বিশ্বনাথ,সিলেটঃ
নবগঠিত গঠিত বিশ্বনাথ পৌরসভার নবনির্বাচিত মেয়র মুহিবুর রহমান এর সম্মানে জানাইয়া গ্রামবাসীর পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে জানাইয়া গ্রামের হাজী তোতা মিয়া সাহেবের বাড়িতে প্রবীণ মুরব্বি হাজী শফিকুর রহমান এর সভাপতিত্বে একে এম তুহেম এর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে মেয়র মুহিবুর রহমান বলেন, জীবনের শেষ বয়সে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় বিশ্বনাথবাসীর জন্য কিছু করে যেতে চাই,দালাল ও দূর্নীতিমুক্ত বিশ্বনাথ গড়ে শান্তি শৃঙ্খলা ফিরে এনে দিতে পারলেই নির্বাচিত হওয়া স্বার্থক হবে। তিনি বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় পৌরবাসীর সকলের কাছে কৃতজ্ঞতা জানান।
বক্তব্য রাখেন,জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিশি কান্ত পাল,এডভোকেট আবদুর রাজ্জাক,সাবেক ইউপি সদস্য নুরুল হক,বীর মুক্তিযুদ্ধা আবদুস সত্তার,লকুছ খানঁ,রাজিব উল্লা,যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,মাওলানা ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,সমাজ সেবক আবদুস শহীদ,ফখরুল আহমদ,খলিল আহমদ,সাইদ আহমদ,আবদুল মান্নান,বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজমুল আলী রাজু,প্রনণ্জয় বৈদ্য অপু, সিলেট ডায়রেট এর পরিচালক তৌফিকুর রহমান হাবিব,মফস্বল সাংবাদিক ফোরাম বিশ্বনাথ এর সহসভাপতি রাজা মিয়া,নাজিম উদ্দিন,শাহজাহান সিরাজ,শেখ শহীদুল ইসলাম,তাজ উদ্দিন,ময়না মিয়া,আলকাছ আলী,বাউল সমুজ আলী,আবদুল মুতলিব,আবদুস শহীদ,ময়না মিয়া,সিরাজ মিয়া,রহমত আলী,আনোয়ার হোসেন,শফিক আলী,আবদুর রহিম বাবুর্চি,অরুণ দেবনাথ,গৌছ আলী,শামছুল ইসলাম,মনোহর আলী,কাউন্সিলর পদপ্রার্থী শাহ্ আমির প্রমুখ।