জাত মিল করে
বন্ধু কিন্তু অনেকেই প্রকৃত বন্ধু হয়নি
তেমনি আপন হয়নি অনেক সহধর্মিণী।
শুনেছি পূর্বের মহা মনীষীদের কাহিনী
আরো লিখা আছে তা কিতাবে বাণী।
বন্ধু বন্ধুকে সরল মনে ভাবে আপন
স্বার্থবাদী বন্ধু যারা তারা বন্দুর দুশমন।
বন্ধু যখন কর্মদক্ষতায় উচ্চ পদমর্যাদা পায়
তখন স্বার্থের বন্ধু তার পথে কাটা হয়ে দাঁড়ায
তখন সে তার বন্ধুকে কূপরামর্শ দিয়ে
জীবন চলার পথ থেকে আনে সরিয়ে
না বুঝিয়া সেই বন্ধুর কথা নেয় সে মেনে
অধঃপতন নেমে আসে তার সারা জীবনে।
যেই স্তিরি ঝগড়া করে স্বামীর কথায় কথায়
সেই স্ত্রী স্বামীর দুর্বলতা খুঁজে বেড়ায়।
তখন সে স্বামীর বিরুদ্ধে করে প্রচারণা
হোক সমাজে অপমান জেল জরিমানা।
সে সদা সর্বদায় বলে তার রূপের সীমা নাঈ
ঘর থেকে বাহিরেগেলে
স্বামীর অভাব নাই।
তাই বলি আপন বন্ধু অনেকেই হয় না
ঝগড়াঠে স্ত্রী স্বামী ছাড়তে দ্বিধা করে না ।
কর বন্ধুত্ব ভালোবাসা মনের ওজন করে
বিবাহ কর জাতে
জাত মিল করে।
প্রয়োজনে ০১৭২৩৪৫৫৯১৮