সিনিয়র রিপোর্টারঃ
টাংগাইল জেলার ঘাটাইল উপজেলায় ১১ নভেম্বর, ২০২২ইং তারিখ শুক্রবার ঘাটাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ঘাটাইল ক্লাবের উদ্দ্যোগে শিশুবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
সর্বমোট ৪৪টি স্কুল এখানে অংশগ্রহণ করেছে, মোট শিক্ষার্থী ৮৩৭জন এর মধ্যে ১০৫জনকে বৃত্তি প্রদান করা হবে। তবে ঘাটাইল ক্লাব বৃত্তি ও অন্যান্য কর্মকান্ডের মাধ্যমে বিশেষ করে এই বৃত্তি শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশের সুযোগ করে দিবে প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে, যা সুশিক্ষার প্রতি উৎসাহিত করবে।
এ বৃত্তি পরীক্ষা গত কয়েক বৎসর যাবৎ অনুষ্ঠিত হয়ে আসছে। সম্পূর্ণ সুন্দর ভাবে এবং নিরপেক্ষ ভাবে এ বৃত্তি প্রদান করা হয়। এই ঘাটাইল ক্লাব একটি ঐতিহ্যবাহী ঘাটাইলের মুখপাদ্য এবং সকলের সহযোগিতায় বরাবরই যেন এই পগ্রামটা পালন করতে পারে সেই প্রত্যাশা রাখছেন শিক্ষকমন্ডলী।এখানে তারা সামাজিক যেকোনো কর্মকান্ডে তাদের সহযোগিতা ও একাত্রতা ঘোষনা করে থাকে।
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে প্রত্যেকটি স্থানে তারা অবস্থান রাখে। তাদের সম্পূর্ণ মাসিক চাঁদার মাধ্যমে এ ক্লাব পরিচালিত হয়। এখান থেকে ইন্ডোর গেম, আউটডোর গেম এবং সবচেয়ে বৃহৎ যে উদ্দ্যোগ সেটি হলো শিশুবৃত্তি। যা ধারাবাহিকতায় এবছরেও ৮৩৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে যেখান থেকে ৫% টেলেনপুল ও ৭% সাধারণ বৃত্তি প্রদান করা হবে।
এই ক্লাব উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ প্রত্যেক সম্মানিত ব্যক্তিবর্গের লখোদর্পনে আছে। আগামী দিনেও মহৎ উদ্দেশ্যে তারা বিভিন্ন কর্মকান্ডে অবস্থান রাখবে বলে আশা রাখছে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ), বর্তমান মেয়র মোঃ আব্দুর রসিদ সাহেব, শিকদার ক্যাডেট একাডেমীর পরিচালক শাজাহান শিকদার সাহেব এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন তথা ঘাটাইল পৌর শাখার সাংস্কৃতিক সম্পাদক মোঃ মশিউর রহমান প্রমুখ।