আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ
তাড়াইলে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান “নিউ লাইফ হাসপাতাল” এর উদ্বোধন প্রস্তুতি সভা শনিবার বিকাল ৪টায় তাড়াইলের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে।
ডাঃ সোহেল সাহেবের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহিন, রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, তাড়াইল অনলাইন প্রেসক্লাব ও তাড়াইল সাহিত্য সংসদের সভাপতি ছাদেকুর রহমান রতন ও অন্যান্য সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
জহিরুল ইসলাম ভূইয়া শাহিন বলেন, এই হাসপাতালের সেবার মান যেন ভালো হয় এবং জনকল্যাণমুখী হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
ডাঃ সোহেল বলেন, তাড়াইলের জনসাধারণের স্বাস্থ্য সেবার মান সহজ করার লক্ষ্যে “নিউ লাইফ হাসপাতালের” ব্যবস্থা করা হয়েছে। শীঘ্রই এর উদ্বোধন করা হবে।