এখনি খেলা শুরু হবেঃ
কলমে কবি মুকলেছ উদ্দিন–
এখনই খেলা শুরু হবে
এখনই শুরু হয়ে যাবে।
রেফারির মাঠে নামছে চতুর্দিকে দর্শকদের হইহুল্লা কলরব। যেন একদল দর্শক কোন এক দলকে সমর্থন করছে । অন্যরাও যেন। দর্শকদের মধ্য কথার কাটাকাটি ।যেন তারাও খেলোয়ার। মাঠে নামতে প্রস্তুত
রেফারি বাঁশিতে ফুক দিবে আর অমনি খেলা শুরু হয়ে যাবে। লাইনস ম্যান হলুদ পতাকা নিয়ে মাঠের দুপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে।। এখনি খেলা শুরু হবে
খেলোয়ার তাদের নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে গেছে।
সেন্টারে গোলাকার বৃত্তে বল। দুদলের দুইজন টাইগার ক্ষিপ্ত হয়ে আছে বলে প্রথম লাথি দিবে কে? একধম প্রস্তুত ।এখনই খেলা শুরু হবে। এদিকে গোলকিপার বড়া হাতা গেঞ্জি গায়ে হাতে হাত মোজা লাগিয়ে গোল রক্ষায় প্রস্তুতি নিচ্ছে সর্বশক্তি নিয়োগ করবে। জাজমেন্ট নিয়োগ করা হবে। আলোচনা চলছে এখনই খেলা শুরু হবে ।
আবারো মাঠের দর্শক অস্থির তাদের চিৎকার হইহল্লা। দর্শকদের হাতে দুই দলের পতাকা উড়ছে ব্রাজিল আর্জেন্টিনার। স্বেচ্ছাসেবক দল অবিরাম মাথার ঘাম পায়ে ফেলে মাঠে শৃঙ্খলা বজায় রাখার কাজ করে যাচ্ছে মাঠের শান্তি রক্ষায়। রেফারির নির্দেশে এখনই খেলা শুরু হবে
সারা দেশজুড়ে দেখা যায় লম্বা বাঁশের আগায় পতাকা উড়ছে। টিভির পর্দায় অগণিত দর্শক ফেসবুকে।
দর্শকদের ভাবমূর্তি সমালোচনায় বুঝায় যেন তারাই মাঠে নেমে যাবে
এখনই খেলা শুরু হবে।
প্রয়োজনে ০১৭২৩৪৫৫৯১৮।