আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন, তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা ইন্সপেক্টর মাসুদুর রহমান তালুকদার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোনিতা দাস, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের এসআই তপু খান, এএসআই সাইদুর রহমান, সিপাই মোস্তাফিজুর রহমান, নাঈম ইসলাম প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।