দোয়ারাবাজার প্রতিনিধিঃ
যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ নভেম্বর) বিকালে উপজেলা পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চবিদ্যালয়নপ্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেব দুলাল ধর।
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার এ এস আই সুমন দেব। পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ”লীগ নেতা আলী আকবর,ইউপি সদস্য আলী হোসেন প্রমুখ।