কলমে কবি মুকলেছ উদ্দিন
মশিউর রহমান টাঙ্গাইল ঘাটাইল উপজেলায়
হঠাৎ যেন ফেসবুকে পরিচয় হয়ে যায়।
ভিডিও কলে শুনে কথা আচার-আচরণ
মায়া মমতায় আমার ভরে গেছে মন।
কি যে সুন্দর তার মায়াবী চেহারা
দেখিতে যেন জোসনার আলোয় ভরা।
সারা জেলায় প্রতিবার ছড়িয়ে আছে তার
মুক্তিযুদ্ধ একাত্তর সংবাদের সিনিয়র রিপোর্টার।
মশিউর রহমান যেমন পারদর্শী বুদ্ধিমান
বন্ধু বান্ধবের নাই ভেদাভেদ সকলেরই সমান।
এমন স্নেহ ভালবাসায় জড়িয়ে আছে এলাকাতে
যেমন তরুলতা মিশে আছে প্রকৃতির সাথে।
আমন্ত্রিত হয় আচার-বিচার ধর্মীয় সভায়
সারাদিন কাটে তার মানবতার সেবায়।
পিতা আ: বাছেত শিক্ষক মানুষ গড়ার কারিগর
তার প্রতিবার সম্মান এলাকার সকলের উপর
তিনি সদায় থাকেন সত্য প্রচারে ব্রত
অন্যায়ের কাছে করেননি মাথা নত ।
এলাকায় তার শিক্ষার প্রমাণিত অবদান
ঘরে ঘরে ছাত্র ছাত্রী শিক্ষিত সুসন্তান।
জাতি বেঁধে নাই তার
হিংসা বিদ্বেষ মনে
সকলের সাথে আছেন প্রাকৃতির বন্ধনে ।
এলাকায় তিনি একজন সম্মানী ব্যক্তি
বুদ্ধিজীবী সম্মানী সবাই তার সাথী।
মশিউরের মা সহজ সরল মহিলা
সকলের সাথে হাসি খুশি সারাবেলা।
সুন্দর স্বভাব তার প্রতি বুদ্ধিমান
প্রতিবেশীর কারো সাথে নাই অভিমান।
ছোট ভাই মাহদী লেখাপড়া করে
শ্রদ্ধা ভক্তি বিলায় বড়দের তরে।
ছোটদের ভালবাসায় ভরে দেয় মন
লেখাপড়া কর মনি তাকে সারাক্ষণ।
এই তাদের সংসার সুখী পরিবার
দোয়ার বরকতে রহমত খুদাতায়ালার।
কবি মুকলেছ উদ্দিন চান গাঁও ঠাকুরবাড়ি মদন নেত্রকোনা।