মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার জুড়ী থানা এলাকায় ২৫ পিস ইয়াবা এবং ১ বোতল ফেনসিডিলসহ কামরুল ইসলাম (২৮) নামে একজনকে আটক করেছে জুড়ী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার এসআই মোঃ মহসিন তালুকদার সঙ্গীয় এএসআই কামাল হোসেনসহ পুলিশের একটি টিম আজ (২২ নভেম্বর) মধ্যরাতে দক্ষিণ সাগরনাল গ্রামের আসামি কামরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে।
আসামি কামরুল ইসলামকে তল্লাশী করে তার কাছ থেকে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিছ ইয়াবা উদ্ধার করে। পরে তার ঘরের সাথে সংযুক্ত বাথরুম থেকে কালো রঙের পলিথিনের ভেতর ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বোতল খালি পাওয়া যায়।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপন মিয়া
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মোবাইল ০১৭৪০০২৩৬০৭