মাছুম আহমেদ
_______ভালবাসো
ভালবাসো নদীরে, ভালবাসো জল
ভালবাসার গান লিখে গাও অবিচল
ভালবাসো মা’কে, ভালবাসো বই
ভালবাসার কথা লিখে মনের কথা কই
ভালোবাসো প্রেমিকারে, ভালবাসো ফুল
ভালবাসার চিরকুট লিখো, করো নাকো ভুল
বন্ধু তুমি ঘুরো স্বদেশ,ঘুরতে যাও বিদেশ
ঘুরাঘুরি করে জ্ঞান বাড়াও অশেষ।
_______মানুষের গান
আমি গাইব গান,গাইব মানুষের গান
মানুষের মাঝে আছে বেঁচে থাকার প্রাণ
কে হিন্দু-মুসলিম কে বিধর্মী ভাই দেখার সময় নাই
চলো হাতে হাত রেখে মানুষের তরে এগিয়ে যাই।।