আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে ৯টি বিদেশি মদের বোতল সহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে তাড়াইল থানা পুলিশ।
বুধবার (১৯ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। ধৃত তিন মাদক কারবারি হলো, তাড়াইল সদর বাজারের এলএসডি রোডের ওমর সিদ্দিকের ছেলে হৃদয় মিয়া (২২), হাদিস মিয়ার ছেলে পিয়েল হাসান রকি (১৯) এবং বরুহা গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে এরশাদ মিয়া (৩৭)।
তাড়াইল থানার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৮জুলাই) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার দামিহা ইউনিয়নের বটতলা মোড়ে মাদক বিক্রির সময় ৩বোতল বিদেশি মদ সহ হৃদয় ও পিয়েল’কে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে একই দিন বেলা সাড়ে ৪টার দিকে তাড়াইল সদর বাজারের পুরাতন ডাকবাংলো রোডের ট্রলারঘাট এলাকা থেকে ৬টি বিদেশি মদের বোতল সহ এরশাদ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রতিটি বোতলের গায়ে খোদাই করে লিখা ভারতের তৈরি হুইস্কি। যার আনুমানিক মূল্য ৩১হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন তাড়াইল থানার এসআই গোলাম কবীর বিশ্বাস। সাথে ছিলেন এসআই কাজী রবিউল হক সোহেল, এএসআই অরুন কৃষ্ণ দাস, এএসআই আলী হোসেন সহ সঙ্গীয় পুলিশ সদস্য।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমাদের কাছে তথ্য ছিলো দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক কারবারি গোপনে বিদেশি মদের ব্যাবসা করে আসছিল। গোপন সূত্রে ৩জনকে মদসহ আটক করা হয়েছে। আটককৃত ৩ জনকেই বুধবার (১৯জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।