মামুন মুন্সি, দোয়ারাবাজার:
সুনামগঞ্জে রদোয়ারাবাজার উপজেলায় বন্যাকবলিত এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যৌথ উদ্যোগে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দোয়ারাবাজার উপজেলার বন্যায় কবলিত বিভিন্ন এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
এ সময় বন্যা পরিস্থিতির এই দুঃসময়ে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ পানি পান করার আহ্বান জানানো হয়। দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহীন খান
এ কার্যক্রম পরিচালনা করছেন।
বিতরণ কালে তিনি বলেন, বন্যায় মানুষ পানিবন্দি এলাকায় পানি নামতে শুরু করেছে, তবুও বিশুদ্ধ পানি সংকট রয়েছে। এমন অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে। তড়িৎ ব্যবস্থা হিসেবে আপাতত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ এবং বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার পানি ও সেলাইন সরবরাহ করা হয়েছে।
উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকাতেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার পানি বিতরণ করা হবে। পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকতে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।