বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টাংগাইলে বিয়ের দাবিতে কুমিল্লার শান্তা সোহাগের বাড়িতে, অবশেষে ঝুলন্ত লাশ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ

সিলেট নিউজ ডেস্ক / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

টাংগাইলের কালিহাতী উপজেলায় বিয়ের দাবিতে কুমিল্লার শান্তা, সোহাগের বাড়িতে অবস্থান নেয়। কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া থানার রামনগর গ্রামের মোঃ মোকলেছুর রহমানের মেয়ে শান্তা (২৪) এ পত্রিকাকে জানায়, টিকটকের মাধ্যমে দেড় বছর যাবৎ সোহাগের সাথে তার সম্পর্ক। শান্তার পূর্বের স্বামী সোহাগের সাথে ৯ মাসের পরকীয়ার কথা জানতে পেরে শান্তাকে ডিফোর্স দেয়। শান্তা পূর্বে এক সন্তানের জননী। শান্তা কুমিল্লা একটি গার্মেন্টস (ইপিজেড) এ চাকরি করতো।সোহাগ বিয়ের প্রলোভন দেখিয়ে শান্তার কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয়।সোহাগ (২৮) কালিহাতী উপজেলার আউলিয়াবাদ খালুয়াবাড়ি ১২ নং নাগবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নূর ইসলামের ছেলে ।সোহাগ সরকারি সা’দত কলেজে অনার্সে ভর্তি হইছে। গত মাসে সোহাগের বাড়িতে ৭ দিন থাকার পর সোহাগের পরিবার শান্তাকে তাড়িয়ে দিয়েছিলো। এদিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য সোহাগ ও তার পরিবার শান্তার উপর নির্মমভাবে নির্যাতন করে। সোহাগের বাবা ও বোন ২০ জুন বৃহস্পতিবার রাত ১১ঃ০০ টার দিকে শান্তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে সোহাগকে তার পরিবার কোনো এক আত্বীয় বাড়ি পাঠিয়ে দেয়। এ বিষয়টি শান্তার নজরে পড়ে । এ পত্রিকাকে ২১ জুন শুক্রবার বিকেলে সোহাগের বাড়িতে গিয়ে শুধু শান্তা ও সোহাগের মাকে দেখতে পায়। অতঃপর সোহাগের মা সফূরা বেগম ভোক্তা টিভির জিজ্ঞাসাবাদে কোনো উত্তর না দিয়ে এদিক সেদিক ছুটাছুটি করে।সোহাগের পরিবার যদি শান্তাকে মেনে না নেয় তাহলে শান্তা ঐ বাড়িতেই আত্মহত্যা করবে বলে এ পত্রিকাকে জানায়। ২২ জুন শনিবার সকাল ১১ঃ০০ টার দিকে মোটোফোনের মাধ্যমে বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে শান্তা ভোক্তা টিভিকে জানায়, সোহাগকে এখনো খোঁজে পাওয়া যায়নি এবং সোহাগকে তার পরিবার খোঁজতেছে এমনটি জানিয়েছে সোহাগের মা। শান্তা জীবিত থাকাবস্থায় ২২ জুন শনিবার ০৫ঃ২৮ মিনিটে নাগবাড়ি ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ ফাতেমা সাক্ষাকালে এ পত্রিকাকে জানান, সোহাগের বাড়িতে থাকা শান্তা মেয়েটি একা-একা এক অবস্থায় আছে, তাঁরা কোনো ব্যবস্থা নিতে পারছেনা। মৃত্যুর ঘটনা সম্পর্কে জানতে চাইলে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক ২২ জুন শনিবার ০৭ঃ৩২ মিনিটে মোটোফোনের মাধ্যমে এ পত্রিকাকে জানান, শান্তাকে মারতেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন