সিলেট নিউজ ডেস্ক:
টাংগাইলের ঘাটাইলে ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ৬ জুলাই (শনিবার) সকাল ১০ঃ০০টার দিকে ঘাটাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফজলুল হক তালুকদার সাহেবের সভাপতিত্বে উপজেলা কাম অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠান পরিচালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা। সঞ্চালনায় ছিলেন, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ আব্দুর রসিদ মিয়া, উপজেলা চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম আওয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পাপিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ হেস্টিংস, টাংগাইল জেলা পরিষদের সম্মানিত সদস্য রুকনুজ্জামান ঠান্ডু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্জু, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ খলিলুর রহমান তালুকদার, ঘাটাইল ২ নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হিরা, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ধলা, পাকুটিয়া কলেজের অধ্যক্ষ জেবুন্নেসা, তালুকদার শাহজাহান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ।