ডেস্ক নিউজ:: শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশ ছেড়েছেন খবরে সারাদেশে আওয়ামী লীগের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটর ঘটনা ঘটে।
এর ধারাবাহিকতায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে এক আওয়ামী লীগের সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে আগুনে দিয়েছে দুর্বৃত্তদরা।
জানা যায় গত বছরের (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বালিপাড়া গ্রামের হাজী শামসুদ্দিনের মালিকানাধীন মেসার্স শামসুদ্দিন এন্টারপ্রাইজ নামে হরিপুর বাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান আগুন দেয় দুর্বৃত্তরা।
এবিষয়ে ব্যবসায়ি শামসুদ্দিন জানান আওয়ামী লীগ সরকারকে সমর্থন করার কারণে। আমার রুটি রুজির জায়গা জীবনের শেষ সম্বল ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়িয়ে দিল ওঁরা। এতে আমার ৫০ লক্ষধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম এখন কি কিভাবে ব্যাংকের লোন পরিশোধ করব। পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় নামতে হবে। সবকিছুর বিচার আল্লাহর কাছে দিয়ে রাখলাম।