ঝলক দত্ত (শ্রীমঙ্গল প্রতিনিধি):
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে
মৌলভীাবাজারের জুড়ি উপজেলার নিহত স্কুল ছাত্রী স্বর্ণা দাস ও ঠাকুরগাঁও সীমান্তে জয়ন্ত কুমারকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রীমঙ্গলের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার ( ১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থান নিয়ে মৌলভীবাজারের জুড়ি উপজেলার নিহত স্কুল ছাত্রী স্বর্ণা দাস ও ঠাকুরগাঁও সীমান্তে জয়ন্ত কুমারকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রীমঙ্গলের সাধারণ শিক্ষার্থীরা।
আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে প্রতিবাদ জানিয়ে তারা জানান, ‘ফেলানি থেকে জয়ন্ত ও স্বর্ণা দাশ, আর দেখতে চাইনা সীমান্তে লাশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনে সীমান্তে ভারতের আগ্রাসন নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন আরিফ হুসাইন, মোহাম্মদ ফারহান, তানভীর ফাহিম, ছাঈদ আহমেদ ছাদী, সাইফ আল সাব্বির, আখলাতু রহমান মারজান, মোজাহিদ ইমন, আসিফ আহমেদ, হাসিবোজ্জামান সোহাগ , মোসা: ফাইজা, শাহেদুল ইসলাম।
বক্তারা সীমান্তে বিএসএফ কর্তৃক নির্বিচারে গুলি করে হ’ত্যা বন্ধের জোরালো দাবি জানান এবং মানববন্ধনে প্রতিবাদের পাশাপাশি সীমান্তে সংঘটিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।
সিলেট নিউজ/এসডি.