বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিএনপি নেতা জালাল উদ্দিন জিপু’কে সংবর্ধনা

SATYAJIT DAS / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখা’র সহ-সভাপতি এবং শ্রীমঙ্গল ছাত্রদলের প্রতিষ্ঠানকালীন সাবেক সভাপতি,সাবেক সাধারণ-সম্পাদক ছাত্রদল শ্রীমঙ্গল সরকারি কলেজ। সাবেক সভাপতি শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা জালাল উদ্দিন আহমেদ জিপু’র শ্রীমঙ্গল আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ফুলের তুড়া দিয়ে উপজেলার ছাত্র,যুব,শ্রমিকদলের নেতাকর্মীরা জনাব জালাল উদ্দিন আহমেদ জিপু’কে সংবর্ধনা জানান।

সংবর্ধনা শেষে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে জনাব জালাল উদ্দিন জিপু সাহেব তার সহকর্মী ও বন্ধুদের সাথে চায়ের আড্ডায় বসেন ও উপজেলার বিভিন্ন সমস্যার কথা শুনেন। উপস্থিত সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে উপজেলার দৃশ্যমান সমস্যাগুলোর সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখা’র সহ-সভাপতি জালাল উদ্দিন আহমেদ জিপু বলেন;” দীর্ঘ আড়াই বছর পর প্রাণের শহর শ্রীমঙ্গলে আসলাম। কারণ গত দুই বৎসর আওয়ামিলীগ বাকশালিদের জন্য নিজ মাতৃভূমি বাংলাদেশে আসতে পারি নাই। তবে আজ নিজ ভূমিতে পা রেখেই সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী সহ শ্রীমঙ্গলে ছাত্রদল,যুবদল,শ্রমিকদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় অত্যান্ত খুশি হয়েছি। আজকের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনকারীসহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশাকরি আজকের মতোই আসন্ন নির্বাচনেও জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা পাবো। পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া যে,আবারও শ্রীমঙ্গলের মাটিতে আমাকে আসার তৌফিক দান করেছেন”।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীমঙ্গলের সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান (তপন) বলেন” বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার শুরু থেকেই নানা ইতিবাচক কর্মকান্ডের মধ্যে দিয়ে দলটি দেশব্যাপী সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে দলটিতে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত লক্ষ-কোটি নেতা-কর্মী-সমর্থক রয়েছে। তবে শ্রীমঙ্গলে কিছু স্বার্থান্বেষী মহল আমাদের দলকে প্রশ্নবিদ্ধ কর,ব্যাপক দুর্নীতি করতেছে। আমি বিশ্বাস করি,জিপু ভাইয়ের শ্রীমঙ্গল পদার্পণের ফলে ঐসব স্বার্থান্বেষী মহলের অবৈধ অট্টালিকা ভাঙ্গবে”।

এসময় আরেক বিএনপি নেতা রুকুম উদ্দিন বলেন,” দীর্ঘ সময় দলীয় রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে নিজের অর্জিত সম্পদ,সময়,বুদ্ধি-বিবেচনা ও নেতৃত্ব দিয়ে নিজ দলীয় নেতা কর্মীদের পাশে থাকার এক অনন্য নজীর স্থাপন করেছেন সহযোদ্ধা জালাল উদ্দিন আহমেদ জিপু। শুধু তাই নয় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর হয়ে যাওয়া জুলুম-নির্যাতন, হামলা-মামলা থেকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের হাজার হাজার তৃণমূল নেতা কর্মীদের রক্ষা করা,অর্থ দিয়ে সহায়তা করা,নির্যাতনের শিকার নেতা কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো,মামলায় জামিন করানোসহ কর্মীবান্ধব এমন কোন কাজ নেই,যা তিনি তার দলীয় নেতা কর্মীদের জন্য করেননি। তাই আমি আমার সহযোদ্ধা ও বন্ধু জিপু’র শ্রীমঙ্গল উপজেলা বিএনপির স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে তাকে দেখতে চাই”।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রবি খান বলেন,” মৌলভীবাজার বিএনপির ঘাটি হিসেবে পরিচিত আমাদের চায়ের রাজধানী শ্রীমঙ্গল। এই এলাকার বিএনপি’র নেতা কর্মীরা বিগত সরকারের শত অত্যাচার নিপীড়নে জালাল উদ্দিন আহমেদ জিপু ভাইকে পাশে পেয়েছে। আজকে পরিবর্তিত পরিস্থতিতে জালাল উদ্দিন আহমেদ জিপু’র বিকল্প হিসেবে দু’এক জনের নাম শোনা যাচ্ছে। কিন্তু তারা জানে না,এই আসনে জালাল উদ্দিন আহমেদ জিপু’র বিকল্প কেউ হতে পারে না”।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখা’র সহ-সভাপতি এবং শ্রীমঙ্গল ছাত্রদলের প্রতিষ্ঠানকালীন সাবেক সভাপতি জালাল উদ্দিন জিপু’র সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের সাবেক নেতৃবৃন্দ সহ তৃণমূল পর্যায়ের সকল কর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন