রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামে গরু চুরির ঘটনায় দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাতে লামুয়া গ্রামের একটি গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। পরে ১১ সেপ্টেম্বর সরকারবাজার হাটে একটি চোরাই গরু শনাক্ত করে মালিক। জিজ্ঞাসাবাদে গরুটি জুনেদ আহমদ নামে এক ব্যক্তির কাছ থেকে কেনার কথা জানান বিক্রেতা।
এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানার এসআই শিপু কুমার দাস অভিযান চালিয়ে ৯ অক্টোবর কাটারাই বাজার এলাকা থেকে জুনেদ আহমদকে ও পরদিন ১০ অক্টোবর তার সহযোগী জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে দুজনই চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন- মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস।