Categories
সারা বাংলাদেশ

রেটারেক্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের এমদাদুল হক মিলন।

সুনামগঞ্জ প্রতিনিধিঃ গত শনিবার ৪ জুলাই ২০২০ ইং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রোটারেক্ট ক্লাবের রোটাবর্ষ (২০-২১ )কমিটি অনুমোদন করা হয় । উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারেক্ট অমিত লাল দাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ জাকির আহমেদ। ২৪ সদস্য বিশিষ্ট্য কমিটি অনুমোদন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোটারেক্ট ক্লাবের সাবেক নেতৃবৃন্দ।

এ তথ্যটি নিশ্চিত করেন নর্ব নির্বাচিত সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রোটারেক্ট ক্লাবের সভাপতি অমিত লাল দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সাবেক ডিষ্টিক এ.ডি.আর কৃপালী চৌধুরী রাহুল,সাবেক সভাপতি রাসেল আহমেদ, সাবেক সভাপতি সৈয়দ মাসুদুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি রাহিত পারভেজ জয়। কমিটি নবর্নিবাচিত অন্যান্য দায়িত্বশীল হলেন সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক মিলন, সহ সভাপতি রনি দাস ,সহ সভাপতি পিপলু দাস, যুগ্ম সচিব আব্দুর রহমান, যুগ্ম সচিব চঞ্চল দেবনাথ,কোষাধক্ষ্য মো:কাওছার আলম সোহাগ , ক্লাব সেবা পরিচালক আজিজা রাইশা,সমাজ সেবা পরিচালক সানজিদা আক্তার ওমি,পেশা উন্নয়ন পরিচালক ওরকাতুল জান্নাত , আন্তর্জাতিক সেবা পরিচালক ফারহানা নাদিয়া,অর্থ সেবা পরিচালক অন্তু পাল, পত্রিকা সম্পাদক শেখ মো:আশরাফুজ্জামান , চীফ সার্জেন্ট মো: আব্দুল সালাম মুমিন,সার্জেন্ট এ্যাট আর্মস নাহিদুল ইসলাম পাবেল,সার্জেন্ট এ্যাট আর্মস রোকনুজ্জামান,সার্জেন্ট এ্যাট আর্মস অলক আচার্য ,সার্জেন্ট এ্যাট আর্মস এস এম ইসরাক মাসুদ ,সার্জেন্ট এ্যাট আর্মস জাহাঙ্গীর আলম।

 

উল্লেখ্য উক্ত কমিটির সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক মিলন সিলেট ইন্টারন্যশলাল ইউনির্ভাসিটির ইংরেজি ডিপার্টমেন্টের এল্যামনির সাধারণ সম্পাদক ও সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক তিনি ২০১৯ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে দোয়ারাবাজার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে রোটারেক্ট কিপালী চৌধুরী রাহুলের নেতৃত্বে রোটারেক্ট ক্লাব অব সিলেট ইন্টারন্যশলাল ইউনির্ভাসিটির পক্ষে রোটারেক্ট আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভারত সফর করেন। এমদাদুল হক মিলন সিলেট ইন্টারন্যশলাল ইউনির্ভাসিটি হতে ইংরেজি ভাষা ও সাহিত্য অর্নাস সহ মাষ্টার ডিগ্রি অর্জন করেন। তিনি সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *