Categories
সারা বাংলাদেশ

সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠার খোলা রাখার অপরাধে কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

এস কে সুমন, যশোর জেলা প্রতিনিধি:

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠার খোলা রাখার অপরাধে কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কেশবপুর পৌর শহরে বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সঞ্জয় সাহাকে ৫০০ টাকা, মামুন হোসেনকে ৫০০ টাকা, জাকির হোসেনকে ৫০০ টাকা, আব্দুল আজিজকে ২০০ টাকা, আকরাম হোসেনকে ২০০ টাকা, রহুল কুদ্দুসকে ২০০ টাকা জরিমান করা হয়। সর্বমোট ৬ টি মামলার বিপরীতে দুই হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কেশবপুর থানা পুলিশের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *