Categories
সাহিত্য

” পাগল তো সবাই “

রেবা গোস্বামী,সিলেট।

আমি পাগল,তুমি পাগল,
পাগল তো সবাই।
তা না হলে সোনার বাংলা,
আজ পুড়ে কি হয় ছাই?

দেবালয়ে অগ্নি জ্বলে,
ধর্ষিতা হয় নারী।
ভবঘুরে ভারসাম্যহীন,
বলতে আমরা পারি।

তুমি পাগল,আমি পাগল;
পাগল সর্বজন।
তা না হলে কেমন করে সন্ত্রাসীরা
সাহস নিয়ে চলে সারাক্ষণ?

ভবঘুরে সবাই আমরা,
সুযোগ বুঝে বুঝে।
ধর পাকড়ে না পড়তে,
পালনোর পথ খুঁজে।

ভবঘুরে ভারসাম্য হীন,
যদি_না বুঝেই চলে।
সারা বাংলা কাঁপলো কেন,
উদ্দ্যেশ্য হীন হলে?

তাই,তো বলি তুমি পাগল;
আমি পাগল,পাগল সর্বজন।
হিংসানলে জ্বলে পুড়ে,
ছাই হচ্ছি সারাক্ষণ।

ভবের পাগল,ভাবের পাগল;
সব পাগলরা এসে।
ভাঙা চুড়ায় মত্ত হয়ে,
মা বোনের ইজ্জত নেয় শেষে।

পুঁথিগত বিদ্যা মোদের
জ্ঞান গত নাই।
এর জন্য ই পাগল সেজে,
মানবতা ও মনুষ্যত্ব হারাই।

ন্যায় বিচার না পেতে তাই,
করি কুট কৌশল।
পাগল বলে বাঁচিয়ে দিতে,
করি কতো রকম ছল।

সত্য মিথ্যা যাচাই হয় না,
আমাদের অজ্ঞতার কারণে।
ধর্মান্ধতার বশে মোরা,
মেতে উঠি রণে।

ন্যায় বিচার নাই যে মোদের,
অজ্ঞতার কারণে।
ধর্মান্ধতার জন্য মোরা,
মেতে উঠি রণে।

ভালো হওয়ার চেষ্টা থাকলে,
পাগল ভালো হবে।
সঠিক বিচার ঠান্ডা মাথায়,
করতে সবাই যাবে ।

প্রেরকঃ-সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার)।

Categories
সিলেট-বিভাগ

বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান বটল আর নেই

 

এম. এম আতিকুর রহমান ঃ

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখার সকলের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সাবেক বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদ উদ্দিন (বটল) আজ বাংলাদেশ সময় সকাল ৭ ঘটিকায় নিউয়র্কের একটি হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুম আসাদ উদ্দিন বটল অবিভক্ত বড়লেখা-জুড়ীর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন এলাকায় ব্যাপকভাবে উন্নয়ন কর্মকান্ড করায় মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। সততা, সাদাসিধা জীবনযাত্রা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে তিনি ছিলেন অনন্য।

পরবর্তীতে তিনি আমেরিকা চলে যান। সেখানেই জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। তাঁর পরিবারও সমাজ সেবা তথা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
মহান আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন এবং পরিবার পরিজন সহ গুণগ্রাহী সকলকে সবরে জামিল দান করুন।