Categories
সারা বাংলাদেশ

উন্নয়নে আলোচনার শীর্ষে সমাজ সেবক মনজুর

নিজস্ব প্রতিবেদক; প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানী নগরের ৭ নং দয়ামীর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আলোচনার শীর্ষে রয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মনজুর আহমদ। তৃনমুল পর্যায়ের ভোটারদের কাছে ও পছন্দের নাম। এক জরিপে দেখা যায় ভোটাররা মনে করেন আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে এই ইউনিয়নের যোগ্য ও কর্মঠ প্রার্থী হিসেবে তারা উনাকে নিয়েই জল্পনা কল্পনা শুরু করেছেন।
সরকার দলীয় সাংসদ ও স্হানীয় পরিষদে সরকার দলের জনপ্রতিনিধি না থাকায় মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর স্মৃতি বিজড়িত ওসমানী নগরের দয়ামীর ইউনিয়ন সহ বেশ কিছু এলাকায় সরকারি বরাদ্দ ছাড়াই ব্যক্তি উদ্যোগে সংস্কার হচ্ছে অধিকাংশ রাস্তাঘাট।
এক যুগেও যেসকল রাস্তা ঘাটে উন্নয়নের ছোঁয়া লাগে নি,সেখানে আজ সিসি ঢালাই,সলিং ও মাটি ভরাট নানামুখী উন্নয়নে বিশেষ অবদান রাখছেন।
জানা গেছে ,তিনি ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার সাথে সাথে এলাকার অনেক বিত্তশালীরাও এগিয়ে এসেছেন। ২০২০-২০২১ সালে প্রায় দশটি রাস্তা ইটসলিং,সিসি ও মাটি ভরাট করতে সক্ষম হয়েছেন।
তিনি কোনো জনপ্রতিনিধি নয়, হতে ও চাননি। তার পিতা মরহুম ডাক্তার জমির আহমদ ছিলেন একজন দেশ প্রেমিক! জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সমাজের কল্যাণে কাজ করেছেন।বিশ্বনাথ ওসমানীনগরের শিক্ষার্থীদের লেখা পড়ার সুবিধার্থে মনজুর আহমদ এর পিতা মরহুম জমির আহমদ বহুমুখি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
এছাড়া দৌলতপুর কমিউনিটি ক্লিনিকের ভূমি দান,আয়েশা আহমদ হাফিজিয়া মাদ্রাসা,সড়কে যাত্রী ছাউনি সহ বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করে গেছেন।
মৃত্যুর পর তার ছেলে বাবার হাল ধরে রাখতে সমাজে এগিয়ে এসে দয়ামীর ইউনিয়নের সবচেয়ে অবহেলিত গ্রাম শরিষপুর,দৌলতপুর,খাইয়াখাইড়,
পারকুল সহ বেশ কিছু এলাকায় প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা খরচ করে করে দিচ্ছেন রাস্তা সংস্কার,গার্ড ওয়াল,মসজিদ নির্মাণ সহ নানা সামাজিক উন্নয়ন।
সিলেট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মনজুর আহমদ জানান,এলাকার উন্নয়নই তার মূল্য উদ্দেশ্য,তিনি কখনো নির্বাচনমুখি নয়,জনপ্রতিনিধি হওয়ার জন্য তিনি কিছু করেন নি।
জনপ্রতিনিধি না হয়ে ও জনস্বার্থে কাজ করে যেতে আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *