Categories
সাক্ষাৎকার

স্টুডেন্ট’স কেয়ার স্কুল,গোরারাই এর জাতীয় শোক দিবস উজ্জাপন

শেরপুর প্রতিনিধি:-

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাহার পরিবারের সদস্যদের ১৫ই আগষ্ট নির্মমভাবে হত্যার করা হয়।সোমবার এ উপলক্ষে দেশব্যাপী শোক দিবস পালনে অংশ হিসেব মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজার স্টুডেন্ট’স কেয়ার স্কুল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্কুলের পরিচালক আমিরুল ইসলাম সাহেদের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন -১নং খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুয়েব মিয়া চৌধুরী,স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আশরাফ ইসলাম, শেরপুর প্রসক্লাবে অর্থ সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদ, প্রেসক্লাবে প্রচার সম্পাদক রিপন মিয়া,হাজী লেচু মিয়া,সিনিয়র শিক্ষক শাহ ওয়াহিদ আলী,রাহিম মিয়া প্রমূখ।

স্টুডেন্ট’স কেয়ার স্কুল,গোরারাই এর জাতীয় শোক দিবস উজ্জাপন।
এ উপলক্ষে ছাত্র ছাত্রী বঙ্গবন্ধু জীবনীর উপর বক্তব্য প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন করা হয়। পরে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও উনার পরিবারের সকল শহীদের রুহে মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং ছাত্র,অভিভাবকদের মধ্যে শিড়নী বিতরন করা হয়।

Categories
আলোচিত সংবাদ

বৌভাতের আনন্দ চাপা পড়লো গার্ডারে। (ভিডিও সহ)

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) উড়াল সড়ক নির্মাণের প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহতের ঘটনায় অবহেলা ছিল বলে জানিয়েছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ওসি মো. মোহসীন বলেন,স্পষ্ট অবহেলা ছিল। এ ধরনের স্থানান্তরের জন্য যে পরিমাণ সতর্কতা অবলম্বন করা দরকার ছিল,তা করা হয়নি। তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১৩ আগষ্ট) হৃদয়-রিয়া মনির বিয়ে হয়েছে। আজ কাওলায় হৃদয়দের বাড়িতে ছিল বৌভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে শরিয়তপুর সদরের ঢালী বাজার এলাকার বাসিন্দা মো. রুবেল (বর্তমান ঠিকানা-কাওলা) নিজেই গাড়ি চালিয়ে তাদের আশুলিয়ার খেজুরবাগানে রিয়া মনিদের বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় কবলিত গাড়িতে ছিলেন নবদম্পতি ও তাদের কয়েকজন আত্মীয়স্বজন। নবদম্পতির বৌভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফিরছিলেন তারা। কিন্তু একসাথে কাটানো আনন্দময় সময় হঠাৎই রূপ নিলো স্বজন হারানোর বিষাদে। স্বজনদের আহাজারিতে এখন ভারী হয়ে আছে উত্তরার জসীমউদ্দিন অ্যাভিনিউ।

সোমবার (১৫ আগষ্ট) বিকেল সোয়া চারটার দিকে চলন্ত প্রাইভেট কারের ওপর গার্ডারটি পড়ে। এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর গাড়িটির ওপর থেকে গার্ডারটি সরান উদ্ধারকর্মীরা। এরপর প্রাইভেট কারের মধ্যে পাঁচজনের লাশ পাওয়া যায়।

লাশগুলো উদ্ধারের পর রাত পৌঁনে আটটার দিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাইফুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন,নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী ও দুটি শিশু রয়েছে। তাঁদের সবার লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে,প্রাইভেটকারে একই পরিবারের সাত সদস্য ছিলেন। নিহতরা হলেন- রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), ঝর্ণার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। শুধু বেঁচে গেছেন হৃদয় ও রিয়া মনি নামের নবদম্পতি।

আহত হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) হচ্ছেন নবদম্পতি। তারা বসেছিলেন প্রাইভেটকারের পেছনের সিটে। আর নিহতদের মধ্যে জান্নাত ও জাকারিয়ার মা হচ্ছেন ঝর্ণা। আর নিহত রুবেল হচ্ছেন হৃদয়ের বাবা। হৃদয় ও রিয়া মনিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে,তাদের অবস্থা আশংকাজনক।

ফায়ার সার্ভসের ঢাকা জোন-৩ উপসহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন,১৫০ টন ওজনের গার্ডার হওয়ায় প্রথমে উদ্ধার কাজ শুরু করা যায়নি। পরে এস্কেভেটর আনা হয়। এস্কেভেটর আনতে দেরি হওয়ায় উদ্ধার কাজ বিলম্ব হয়। এস্কেভেটর দিয়ে গার্ডার একটু উঁচু করে প্রাইভেকারের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকার ব্যস্ততম উত্তরার জসিম উদ্দিন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের একপাশে যানবাহন চলাচল করে। উড়াল সড়কের একটি গার্ডার ক্রেনে স্থানান্তর করার সময় চলতে থাকা প্রাইভেটকারের ওপর পড়ে যায়। প্রকাণ্ড এই গার্ডারের চাপে থেতলে যায় ঢাকা মেট্রো গ-১১৬০০৮ নম্বরের প্রাইভেট কারটি। গাড়ির ভেতরে যারা ছিলেন তাদেরকে রক্তাক্ত অবস্থায় টেনে বের করে স্থানীয়রা। এর আগেও এই প্রকল্পের নির্মাণ সামগ্রী ও গার্ডার পড়ে হতাহতের ঘটনা ঘটেছিল।

এর আগে গত ১৫ জুলাই গাজীপুরে এই বিআরটি প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত হন। ওই দুর্ঘটনায় এক শ্রমিক ও একজন পথচারী আহত হয়েছিলেন।

Categories
সাক্ষাৎকার

বিশ্বম্ভরপুরের সিরাজপুর বাগগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবস পালন

সুনামগঞ্জ  তাহিরপুরঃ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর বাগগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বম্ভরপুরের সিরাজপুর বাগগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবস পালন
শুরুতে সকাল ৯ টায় স্কুলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৭১’ এর বীরমুক্তি যোদ্ধা বিল্লাল মিয়া। বিশেষ অতিথি বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল পাঠান, এতে সভাপতিত্ব করেন অত্রপ্রতিষ্ঠানের সভাপতি সোহেল আহমদ সাজু, সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিরাজপুর বাগগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার আজাদ ও
সহকারি শিক্ষক সাবেরিন আহমদ মামুন, এতে আরও উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মুসলিমা বেগম, সহকারি শিক্ষক হালিমা খাতুন, সহকারি শিক্ষক লাভলী, সহকারি শিক্ষক কমলনী বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন এসএসসির সহ-সভাপতি শফিকুল ইসলাম তাহের, সম্মানিত অভিভাবক ইছুব আলী
ও শিক্ষার্থীবৃন্দ।

Categories
সাক্ষাৎকার

জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগ জাতীয় শোক দিবস পালিত

জগন্নাথপুর প্রতিনিধি :

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চারুকারু ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) সকাল ৯ টায় যথাযথ মর্যাদায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবি রাণী রায়, ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ স্কুলের শিক্ষার্থীরা।

জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগ জাতীয় শোক দিবস পালিত
পরে সকাল ১১ টায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে কবিতা আবৃত্তি, চারুকারু, রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনাসভার আয়োজন করা হয়।
জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবি রাণী রায়ের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক অনন্ত পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মন্জুলাল দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, শিক্ষিকা শিপ্রা রায় শিল্পী, শিক্ষিকা নীলিমা দাস, শিক্ষিকা শিখা সরকার, শিক্ষিকা সাবিনা বেগম, শিক্ষিকা মিতালী রায়, শিক্ষিকা উম্মে হানিফা মিলি ও বিদ্যালয়ের নৈশ প্রহরী সুনীল দেবনাথ প্রমূখ।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তিতে বিজয়ী শৃন্ময় বাড়ৈ শ্রেয়ান, জয়িতা রায় জয়ী, সেজুতি চৌধুরী, রচনায় মির্জা সাইম হাসান তোহা, মোঃ সাইফ আহমদ, জামিয়া জামান অর্পি ও চারুকারুতে আশফাক আহমদ, অনির্বান রায় সূর্য, অবন্তিকা ধর।
এ সময় তাদের হাতে পুরস্কার তুলে দেন জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবি রাণী রায় সহ শিক্ষক – শিক্ষিকাবৃন্দ।

Categories
জাতীয়

ঘাটাইল বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস

টাংগাইল,সিনিয়র রিপোর্টারঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে ঘাটাইল উপজেলা হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল-০৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ মিয়া, ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, অত্র উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।