Categories
রিপোর্টার তথ্য

ঘাটাইলে রাস্তার বেহাল অবস্থা ১৪ বছর ধরে ভোগান্তির মুখে এলাকাবাসী

টাংগাইল সিনিয়র রিপোর্টারঃ

টাংগাইল জেলার ঘাটাইল উপজেলাধীন সংগ্রামপুর ইউনিয়নে বিগত প্রায় ১৪ বৎসরে কোন ধরনের উন্নয়নের ছিঁটে ফোঁটাও লাগেনি। এটি একটি প্রাকৃতিক নৈস্বর্গীক লালমাটির পাহাড়ী জনপদ, যেখানে রাস্তাঘাটের বেহাল দশা যা নিজ চোখে না দেখলে বুঝা যাবেনা। যে সমস্ত জায়গাতে বেহাল অবস্থাঃ বগা চেঁড়াভাঙ্গা থেকে দেওজানা হয়ে চাম্বুলিয়া কাউটেনগর পর্যন্ত। পাকুটিয়া আমতলা হতে সত্তুরবাড়ী ও আমুয়াবাইদ হয়ে কামারচালা পর্যন্ত। দেওজানা বাজার হতে বেলুয়াটিকি হয়ে নলমা পর্যন্ত। দেওজানা বাজার হতে এগারকাহনিয়া হয়ে বোয়ালী হাটবাড়ী পর্যন্ত। চাপড়ী হতে খুপিবাড়ী হয়ে আঙ্গারখোলা বাজার পর্যন্ত। সত্তুর বাড়ি হয়ে খাগরাটা।

Categories
সাক্ষাৎকার

কুরুয়া প্রাথমিক ও বহু মূখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র মৈত্রী সংসদ এর সৌজন্যে প্রীতিভোজ অনুষ্ঠিত

সিলেট বিশ্বনাথ প্রতিনিধিঃ

২০২২ সালের এস,এস,সি পরীক্ষার সমাপনি দিনে  নিয়ন্ত্রক, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন কর্মকর্তা,কর্মচারীদের জন্য শুভেচ্ছার নিদর্শন স্বরূপ এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ তাজ মোঃ ফখর উদ্দিন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জুয়েল, ম্যানেজিং কমিটির সদস্য হারুন উর রশিদ, জামাদুল ইসলাম জামাল, আলাউর রহমান, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শামসুল ইসলাম মনা,৮নং ওয়ার্ডের ইউ পি সদস্য সেবুল আহমদ, সমাজসেবী তোওয়াহিদ আলী,তাজুল ইসলাম বাবলু, লিপন আহমদ প্রমুখ।