Categories
সাক্ষাৎকার

“রোটার‍্যাক্ট ক্লাব অব সিলেট এম.সি কলেজ “এর ৫০০তম রেগুলার মিটিং সম্পন্ন

 

ইসমাইল হোসেন শিমুলঃ

রোটার‍্যাক্ট ক্লাব অব সিলেট এম.সি কলেজ এর সভাপতি রো. কাজল মিয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে ২৫ সেপ্টেম্বর,২০২১ সন্ধ্যা ৬:৩০ মিনিটে নিয়মিত সভা শুরু করেন,সিলেটের মেজবান বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে।
প্রথমে সভাপতির অনুরোধে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রো.আলী আমজাদ।
সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠ শেষে রোটার‍্যাক্ট প্রত্যয় পাঠ করেন রো. সাকিল আহমেদ সিহাব। সভাপতি উপস্থিত সকল রোটারিয়ান, রোটার‍্যাক্টর, ইন্টার‍্যাক্টর ও অতিথিকে পরিচয় করিয়ে দেন।
তারপর প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়।
স্বাগত বক্তব্য দেন সহ সভাপতি রো.আব্দুল মুমিন, প্রাক্তন সভাপতি রো.লোকমান হোসেন বুলবুল।
৫০০তম রেগুলার মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন-রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরী (এমপিএইচএফ) ডিস্ট্রিক্ট গভর্নর (আরআইডি, ৩২৮২ বাংলাদেশ),
বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন রোটারিয়ান প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড এম আতাউর রহমান পীর,বদরুল ইসলাম সুহেব রেজিস্ট্রার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রোটারিয়ান আলী আসরাফ চৌধুরী খালেদ সভাপতি রোটারি ক্লাব অব জালালাবাদ(আরআইডি-৩২৮২ বাংলাদেশ),
রোটারিয়ান মো.মনজুর আল বাসেত সহসভাপতি রোটারি ক্লাব অব জালালাবাদ।
গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন -পিপি এক্স-রো. এস.এ.এইচ রিমন, পিপি সাইদুল করিম রেজা,পিপি রফিকুল আলম রফিক,পিপি রো. রুহুল আমিন কমল, পিপি রো.আমিনুল ইসলাম, পিপি রো. লোকমান হোসাইন, বুলবুল,আইপিপি রো.মো.আলাউর রহমান।

তাছাড়া উপস্থিত ছিলেন, রো.সাকিল শাহরিয়ার ফাহিম,রো.এবি আজিজ,রো.রায়হান আহমদ,রো.সিহাব আহমদ,রো.রাশদুল ইসলাম, রো.ইব্রাহিম রামিম,রো.রাকিব রাইয়ান,রো.আলবাব হোসেন,রো.তানভীর মাহফুজ তানিম,রো.মাহমুদুল হাসান,রো.হাফিজ আহমেদ সুজন।
কলিগ প্রেসিডেন্ট → রো. মাসুম তালুকদার,রো.তামিম রহমান চৌধুরী, রো.নাজিফা সুলতানা তানহা,রো.আরিফ আহমেদ আসিফ, বিএনসিসির ক্যাডেটবৃন্দ, রোভার স্কাউটস, প্রথম আলো ব্ন্ধুসভা, টুরিষ্ট ক্লাবের সদস্যবৃন্দ।

সভাপতির আহবানে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন পিপি লোকমান হোসাইন বুলবুল।

সভাপতি রো.কাজল মিয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী নিয়মিত সভার আমন্ত্রণ এর মাধ্যমে ৫০০তম নিয়মিত সভা মূলতবী ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *