রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:
আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী কে হত্যার প্রতিবাদে মৌলভীবাজার শহর শাখা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৭:০০ ঘটিকায় বিক্ষোভ মিছিলটি শহরের দেওয়ানি মসজিদ থেকে এম সাইফুর রহমান রোড হয়ে কুসুমবাগ পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে মৌলভীবাজার শহর শাখা শিবিরের অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায়, শহর শাখা শিবিরের সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, সাবেক শহর সভাপতি ফখরুল ইসলাম, সাবেক শহর সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ।
শহর সেক্রেটার কাজী দাইয়ান আহমদ বলেন, আমাদের শরিফ উসমান হাদি ভাই দীর্ঘ সাত দিন জীবনের সাথে সংগ্রাম করে দুনিয়ার মায়া ত্যাগ করে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা উনার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমরা প্রশাসনকে দেত্যহীন কণ্ঠে বলতে চাই শরিফ ওসমান হাদীর উপর হামলার আট দিন অতিবাহিত হতে লাগলো কিন্তু আজ পর্যন্ত তার খুনিকে গ্রেফতার করতে পারেনি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি আর কোন জুলাই যোদ্ধার উপর যদি কোন আঘাত আসে, যদি কোন হত্যার পরিকল্পনা আসে। তাহলে বাংলাদেশের প্রতিটি ছাত্র-জনতা আবার বিপ্লবী আগুনে জ্বলে উঠবে। শরীফ ওসমান হাদীর খুনিদের গ্রেফতার করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।