অথই নূরুল আমিন:
আমাদের দেশের রাজনীতি অঙ্গনে প্রায়সময় রাজনৈতিক জোট হয়ে যাকে। জোট বলতে দলীয় জোট, আট দলীয় জোট, বারো দলীয় জোট, বিশ দলীয় চব্বিশ দলীয় জোট পর্যন্ত হতে পারে। এর মধ্যে জোট হয়েছে। এখনো জোট অনেক দলের আছেও।
তবে শর্ত থাকে যে, দল শুধু হলেই হবে না। দলের কার্যকারিতা থাকা চাই । দলের ভোট থাকা চাই। থাকা চাই দলীয় মার্কা পরিচিতি ও। আজকের লেখায় খুব বেশি পিছনে আমি যাব না। গত সরকারের কথা যদি বলি। তাদেরও বড় একটা জোট ছিলো। তবে দেশের অনেক মানুষ দু একটা দলের নাম জানে তবে মার্কা চিনে না। এবং শরীক দলগুলার কোথাও তাদের পাঁচ হাজার ভোট ও ছিলো না।
দেখা যায় ছোট দলগুলো বড় দল বা জনপ্রিয় দলগুলার সাথে জোট করতে গিয়ে তাদের বেশি চাওয়া পাওয়া থাকে না। যেমন কারো দুটি আসন আর কারো চারটি। এই হলো ছোট দলগুলার চাওয়া পাওয়া। এই জোট বিজয় হওয়ার পর ছোট দলগুলার চাওয়া হলো।একটা দুইটা মন্ত্রী হবার।
এখানেই হয়ে যায় বড় দলগুলার জন্য গলার কাটা। কেন না। দল ছোট হোক বা বড়। দল গঠনের সময় প্রত্যেক রাজনৈতিক দলের কিছু নীতি আদর্শ থাকে।আর যখন সেই ছোট দলগুলা থেকে তারা জোট গত এমপি মন্ত্রী হয়। তখন তারা তাদের নীতি আদর্শ অনুসরণ করতে থাকে। এদিকে ক্ষমতাসীন বড় দল আর সেই খবর রাখে না। সেখানেই বড় দলগুলার তখন অনেক বড় ক্ষতি হয়ে যায়।
আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বেশকিছু রাজনৈতিক দল বা ইসলাম পন্থী দলগুলার জোট হওয়ার সংবাদ মিডিয়ায় প্রচার হচ্ছে। কথা থাকে যে, অন্ধ হলে প্রলয় বন্ধ হবে না মর্মে একটি প্রবাদ আছে। এই কথাটা মনে রাখা সবার জন্য জরুরি।
আমার কথা হলো মত বা পথ যদি এক থাকে। আদর্শ যদি এক থাকে। তবেই সেই জোট সফল হবে।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্রচান্তক